বর্তমানে চলতি বছর এসিসি পরীক্ষা শেষ হচ্ছে। এসিটিভ পরীক্ষার ফলাফল প্রকাশে কার্যক্রম চলমান রয়েছে। ফলাফল কবে দিবে? এবং কিভাবে ফলাফল দেখতে পারবে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মূলত ফলাফল করা হবে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আমরা তোমাদেরকে দুইটি নিয়ম দেখাবো যেখান থেকে ফলাফল দেখতে পারবা। এবং ফলাফল কিভাবে হবে? কবে প্রকাশ করা হবে সেটা আমরা তোমাদের শেষের দিকে বলে দিচ্ছি. তাই শেষ পর্যন্ত দেখো।
করে রাখুক। কারণ সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন হবে অনলাইনে. তার সকল তথ্য সবার আগে পাওয়র জন্য আমাদের সাথে যুক্ত থাকো। তো প্রথমত বলি আপনাদের ফলাফল দেখেনি. এই একটা ওয়বসাইট রয়ছে যেখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা। ওয়বসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয় রাখছি. সেখান থেকে দেখে এই ওয়বসাইটে আসতে পারবা।
এস এস সি পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন:
এখানে এক্সামিনেশান রয়েছে. এসএসসি সিলেক্ট করতে হবে. তোমাকে এসএসসি দাখিল. দিন তোমাকে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে. তো এখানে দেখতে পাচ্ছো পরীক্ষার সাল. অলরেডি দুই হাজার তেইশ রয়েছে. সেক্ষেত্রে তোমরা দুই হাজার তেইশ সিলেক্ট করে দিবা. পরীক্ষা বোর্ডের নাম. তোমার যে বোর্ড
বোর্ডের নাম সিলেক্ট করতে হবে. এখন তোমরা যদি বোর্ড হয় বরিশাল তাহলে বরিশাল. তোমার যদি হয় মাদ্রাসায় বোর্ড. তাহলে মাদ্রাসায় বোর্ড সিলেক্ট করবা. মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড কিন্তু সারা দেশের. আর এমনিতে আলাদা আলাদা বোর্ড রয়েছে এবং ঢাকা বোর্ড. আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম
Read more: How to calculate cement and sand in plaster. Plastering calculation in sq ft
দেন এখানে রোল নাম্বার সিলেক্ট করতে হবে. তোমার এডমিট কার্ড দেখে ছয় সংখ্যার রোল নাম্বারটা এখানে বসাতে হবে. ছয় সংখ্যার রোল নাম্বারটা বসালেই তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা. এর পরবর্তী রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে তোমার এডমিট কার্ড অনুযায়ী তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবা. এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট. এবং এই জিনিস তোমার হইতে হবে
এসএসসি পরীক্ষার ফলাফল দেখার সঠিক নিয়মঃ
দেন এখানে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছো. যেখানে ফোর এবং নাইন এবং এই দুইটার মাঝখানে দেওয়া আছে প্লাস. তাতে দুইটা যোগ করতে হবে এবং যোগফল সামনে ফাঁকা করে বসাতে হবে. তো দুইটা যোগ করলে দায় হচ্ছে তেরো. তো আমি এখানে দিয় দিচ্ছি তেরো. দেন আমি যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করে আমার ফলাফল চলে আসবে
সো এই হচ্ছে কাজ. এইটুকুই নিয়ম. এইভাবে যদি ফলাফল দেখতে পারবা. এছাড়া আরো একটা ওয়েবসাইট রয়েছে. যেখান থেকে তুমি মার্কশিট সব ফলাফল দেখতে পারবে. অর্থাৎ কোন আ বিষয়ে তুমি কত নম্বর পেয়েছো? অর্থাৎ বাংলায় কত পাইছো? ইংরেজিতে কত পেয়েছো
Read more: 4 Side hustle ideas to make an extra $1,528 a month from home
ঘণিতে কত পেয়েছো? সৃজনশীল কত পেয়েছো? বহু নির্বাচিত কত পেয়েছো? সব দেখা যাবে এখানে. এখানেও যেটা করতে হবে examination এর ক্ষেত্রে SSC দাখিল select করতে হবে. ER এর ক্ষেত্রে তোমাকে দুই হাজার তেইশ সালে করতে হবে
Sms এর মাধ্যমে Ssc রেজাল্ট দেখার নিয়মঃ
যে সব প্রব্ধিতি দ্ধারা সহজেই Result বের করা যায়। Sms এর মাধ্যমে SSC রেজাল্ট বের করার জন্য নিচের নিয়মে মেসেজ অপশনে গিয়ে type করুন এটা।
HSC <স্পেস> বোর্ড <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে।
উদাহরনঃ HSC DHA 123456 2023 এভাবে লিকে ১৬৬২২ নাম্বারে পাঠাতে হবে।
বোর্ডের নামের ক্ষেত্রে তোমার যে বোর্ড যেটা ওইভাবে সিলেক্ট করেছিলাম ওভাবে সিলেক্ট করতে হবে. ধরুন আমি এখানে করলাম যশোর বোর্ড. দেন রেজাল্টের টাইপ. এই যে রেজাল্টের ধরন. এখানে গিয়ে চুজনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজাল্ট. এক নম্বরে যেটা রয়েছে সেটা ক্লিক করতে হবে
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
ক্লিক করার পরবর্তিতে দেখতে পাচ্ছ আরো কিছু option আমাদের সামনে দেখাবে. তার মধ্যে একটা হচ্ছে roll number. So এখানে আমি আমার roll number টা বসিয়ে দিবো. তোমরা admit কার্ড দেখে then registration number আমি আমার registration কার্ডটা বসিয়ে দিবো. Then এখানে একটা ছবি দেখতে পাচ্ছ. ছবিতে চারটে সংখ্যা রয়েছে. যেমন eight one five four. এখানে ক্লিক করুন http://www.educationboardresults.gov.bd/
এই সংখ্যাগুলো এখানে বসাতে হবে. এখন যদি তুমি এই সংখ্যা না বুঝো তার ভিডিওতে ক্লিক করলে নতুন একটা আসবে. আর রিজার্ভ প্রকাশের দিন ওয়েবসাইটগুলো একটু ব্যস্ত থাকবে. ওয়েবসাইটগুলো একটু লোডিং হবে. তাই তোমাকে দুটো সহকারী রেজাল্ট দেখতে হবে. তাছাড়া রেজাল্ট প্রকাশিত দিন. ইনশাআল্লাহ আমরা লাইভ করবো. লাইভও তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেব
Read more: মিল্ক শেক এর দাম কত। মিল্ক শেক এর উপকারিতা ও বিবরণ।
তো এইভাবেই তুমি তোমার সংখ্যাটা বসাবা. স্পষ্ট হইলে বুঝতে পারলে বসে গেট রেজাল্টে ক্লিক করলে তোমরা এখান থেকে রেজাল্টটা চলে আসবে এবং যদি তোমার ওই বোর্ড মার্কশিট শর্ট রেজাল্ট পাবলিশ করে তোমরা মার্কশিট শর্ট রেজাল্টটা দেখতে পারবা. এখান থেকে কিন্তু মার্কশিট দেখতে পারবা না. এখান থেকে মার্কশিট দেখতে পারবে
দুইটার লিংকে আমি ডেসক্রিপশন দিয়ে রাখছি. আর রেজাল্ট প্রকাশ কবে হবে জানতে চাইলে আমি যতটুকু জেনেছি. বা একটা নিয়ম রয়েছে. যে যে পরীক্ষা শেষ করার ষাট দিন পরে ফলাফল প্রকাশ করা হবে
মার্কশিট সহ SSC রেজাল্ট 2023
তো পরীক্ষা শেষ হচ্ছে আঠাশ তারিখে. তোমাদের রবিবারে. মানে এই যে কৃষি শিক্ষার মাধ্যমে. এখানে লিখিত পরীক্ষার শেষের কথাই বলা হয়. তো লিখিত পরীক্ষা শেষ করে তোমাদের যদি ষাট দিন হিসাব করি তাহলে আমাদের আঠাশ হচ্ছে তোমাদের মে. আঠাশে মে. তাহলে আঠাশ জুন হচ্ছে এক মাস. ওকে
Read more: Make a DIY rattan chair with rattan mesh very easily. How to make a wicker chair
আঠাশ জুন এক মাস. তারপরে হচ্ছে তোমাদের. আঠাশ জুলাই হচ্ছে দুই মাস. সো আঠাশ জুলাই দুই মাস হিসাব করলে দেখা যায় যে আ শুক্রবার পরে. তা শুক্রবার ফলাফল প্রকাশ করা হবে না. শুক্র, শনি ফলাফল প্রকাশ করে না. এক্ষেত্রে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ
এস এস সি ফলাফল ২০২৩ মার্কশীটসহ
ছাব্বিশ, সাতাশ, নয়, দশ, তিরিশ, একত্রিশ তারিখ রেজাল্ট প্রকাশ করে সিম্বনা রয়েছে. এই পাঁচটা দিন. এই পাঁচটা দিন সম্ভাবনা রয়েছে পঁচিশ, ছাব্বিশ, ছাব্বিশ, সাতাশ, তিরিশ, একত্রিশ. মূলত এই পাঁচ দিন বা এইরকমের তিনদিন নিয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুমতি তারা চাইবে. সেখান থেকে প্রধানমন্ত্রী যেদিন অনুমতি দেবেন, সেদিনই ফলাফল প্রকাশ করা হবে
রেজাল্ট দেখার জন্য আরো বেশ কিছু নিয়ম রয়েছে. প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে. আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করে দেখিয়ে দেবো. কেমন? So আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে আল্লাহ হাফিজ।